সজীব আহমেদ, জাককানইবি প্রতিনিধিঃ
সম্প্রতি (২৭ জুন বুধবার) ভারতের পশ্চিমবঙ্গের কবিতীর্থখ্যাত আসানসোলে দুই বঙ্গের কবি নজরুলের নামাঙ্কিত দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ইতিহাস সৃষ্টি হল। বহু প্রতিক্ষীত ও গুরুত্বপূর্ণ কাজটি হলো সমঝোতা স্মারক স্বাক্ষর। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাধন চক্রবর্ত্তী এর উপস্থিতিতে দুই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যথাক্রমে ড. মো. হুমায়ুন কবীর এবং সীতাংশু কুমার গুহ উভয়পক্ষে স্বাক্ষর করেন। সাথে আরো ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাহাব উদ্দিন ও ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম। অপরপক্ষে সেখানকার বাংলা বিভাগের ড. মোনালিসা দাস সহ সংশ্লিষ্ট ডিন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এদিকে এবারের (২০১৮) নজরুল জয়ন্তী উপলক্ষে ভারতের আসানসোলের চুরুলিয়ায় অবস্থিত নজরুল একাডেমি গত ২৬মে তারিখে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান’কে নজরুলের বিশেষ সম্মাননার জন্য মনোনীত করেছিলেন এবং তাঁকে তখন সেখানে এসে তা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন।
দ্যাটাইমসঅফবিডি.কম/৩০/০৬/১৮/সজীব