আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:১৯

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মেন্দি সাফাদি

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মেন্দি সাফাদি
নিউজ টি শেয়ার করুন..

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় চার মাস আগে প্রকাশিত ইসরায়েলি প্রভাবশালী ব্যক্তি মেন্দি এন সাফাদির একটিভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সাফাদিকে বলতে শোনা যায়, ‘শুভ সকাল মি. রহমান। আমি মেন্দি।’

সাফাদি রোববার (৯ জুলাই) এক সাক্ষাৎকারে বলেন, তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কথাহয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মেন্দি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। তবে এ বিষয়ে এখন বেশি কিছু বলতে চাচ্ছি না।

ইসরায়েলের লিকুদ পার্টির সঙ্গে যুক্ত মেন্দি এন সাফাদি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ‘সময় টিভি’কে দেওয়া সাক্ষাৎকারেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার বিষয়টি জানান। বাংলাদেশে বিরোধীদল ক্ষমতায় এলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। সেই সঙ্গে বিরোধী দল ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠীগুলোকেতিনি ‘সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করেন’ বলেও অভিমত ব্যক্ত করেন।

ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘শুভ সকাল মি. রহমান। আমি মেন্দি। আপনার প্রতিনিধিদলের সঙ্গে আমার সাক্ষাৎহয়েছে। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আমিকাজ করছি।

এই ভিডিওতে মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা যায় বিএনপির কৃষিবিষয়ক সহসম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুকও বিএনপিপন্থী সাংবাদিক মামুন স্ট্যালিনকে।

এদিকে সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারে মেন্দি এন সাফাদির কাছে জানতে চাওয়া হয় তারেক রহমানের সঙ্গে তার দেখা বা কথাহয়েছে কিনা। এর প্রতি উত্তরে তিনি জানান, ‘হ্যাঁ, হয়েছে।

এর আগে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও নিশ্চিত করেন মেন্দি এন সাফাদি। নুরেরসঙ্গে ডিসেম্বর মাসে দুবাইয়ে তার দেখা হয়েছিলো বলে জানান মেন্দি। নুরও বাংলাদেশের সঙ্গে ইসরাইলের দৃঢ় সম্পর্ক তৈরিরবিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান ইসরাইলের লিকুদ পার্টির এই সদস্য। এর আগে বিএনপি নেতা আসলামকেও এইমেন্দির সঙ্গে দেখা করতে দেখা যায়। বর্তমানে বিএনপি নেতা আসলাম কারাগারে রয়েছেন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর