আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:২৬

টিএসসিতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি কে মারধর

টিএসসিতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি কে মারধর
নিউজ টি শেয়ার করুন..

সভায় বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ইডেন মহিলা কলেজ ঢাবি ছাত্রলীগের নেতাকর্মী ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভাসহ কলেজ টির বেশ কয়েকজন নেত্রী এবংঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণেআলোচনা সভা শেষে টিএসসি মিলনায়তনের প্রবেশ পথে ঘটনাঘটে। ছাত্রলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

সভায় উপস্থিত প্রত্যক্ষদর্শী এক নেত্রী বলেন, সভায় প্রথম দিকের চেয়ারে বসেছিলেন রোকেয়া হল ছাত্রলীগেরপদপ্রত্যাশী মিহা আক্তার শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। সময় রিভাসহ কয়েকজন কেন্দ্রীয় পদধারী নেত্রী তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন।

তবে তারা রিভাদের চিনেন না জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। সময়মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন রিভা। পরে সভা শেষে সৈকতের অনুসারী বঙ্গমাতা হল ছাত্রলীগে পদপ্রত্যাশী তানিয়া আক্তারতাপসীসহ কয়েকজন রিভাকে আটকে ধরেন। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইডেন কলেজের নেত্রী নাম না প্রকাশের শর্তে অভিযোগ করে বলেন, ‘রিভা আপুকে গলা টিপে ধরে কয়েকটা থাপ্পড় মারছে, লাথিও মারা হইছে। এটা তো আমাদের ইউনিট ছাত্রলীগকে থাপ্পড় মারা হইল। এটা মেনে নেওয়া যায় না। ইডেন তো সাধারণ ইউনিট না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। সঠিক বিচার না হলে আমরা শেষ পর্যন্ত যাব।

তামান্না জেসমিন রিভা বলেন, বসা নিয়ে ছোটবোনদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারা ইউনিভার্সিটির কয়েকজন পদ প্রত্যাশী। আমরা কেন্দ্রীয় পদধারীরা বসতে চাইছি, কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না এরকম।পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে তাদেরকে সরিয়ে দেন। পরে আমরা যখন সভা শেষে বের হই, আমাদের কয়েক জনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তেমন কিছু হয়নি।

অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগে গিয়ে সামনে বসেন। ১২টারদিকে ইডেনের নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছেন। তারা ওই মেয়েগুলোকে মুখে ধরে বাজে ব্যবহার করেছেন। তো আমরা প্রোগ্রাম শেষে রিভার কাছে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে এগ্রেসিভ আচরণ করেন। আমরা বাঁচার জন্য যাকরার করছি। ওরা অনেকে ছিলেন। ইডেন কলেজ মারামারিতে সবসময় ফার্স্ট, আমরা না।

তামান্না জেসমিন রিভা বর্তমানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে পরিচিত। এ বিষয়ে জানতে ইনানকে কয়েকবার ফোন করা হলেও তিনি উত্তর দেননি।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘বসা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল শুনেছি। আমরা সমঝোতা করে দিয়েছি।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর