আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পূর্নাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পূর্নাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত ।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -শুক্রবার -১৬ আগস্ট ২০১৮ : ০২ ভাদ্র ১৪২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পূর্নাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদনঃ ১৭/০৮/১৮ তারিখ সকাল ১০ টা থেকে ১৬/০৯/১৮ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত। # পরীক্ষাঃ ৩০/০৯/১৮ থেকে ১১/১০/১৮ . আবেদন ফি পরিশোধের শেষ তারিখ : ২১ সেপ্টেম্বর ২০১৮ রাত ১১:৫৯ মিনিট . প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ : ২২ সেপ্টেম্বর ২০১৮ রাত ১১:৫৯ মিনিট . আবেদন করতে হবে অনলাইনে,

ফি প্রদান করতে হবে Bkash অথবা Rocket এর মাধ্যমে। আবেদন ফি : A, B, C, D, E ইউনিট – ৫৫০ টাকা

করে প্রতি ইউনিট ; C1, F, G, I, H ইউনিট – ৩৫০ টাকা করে প্রতি ইউনিট। . * ২০১৫ সাল এবং তার পরবর্তী বছর সমূহে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ন এবং ২০১৭ ও ২০১৮ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উপরোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্র- ছাত্রীগণ জাবিতে আবেদন করতে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট এর উপর মাত্র ২০ নাম্বার। SSC রেজাল্ট কে ১.৫ দ্বারা গুণ করা হয়। HSC রেজাল্ট কে ২.৫ দ্বারা গুণ করা হয় . জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা :

A Unit (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) : * বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে। * মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে * উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান / গণিতে B গ্রেড . B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) : * মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে। * উচ্চমাধ্যমিক বিজ্ঞান / কৃষি শাখা : মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে * উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা / মানবিক / অন্যান্য : মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে ।

উচ্চমাধ্যমিকে বাংলা অথবা ইংরেজিতে B গ্রেড . C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) : * মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে। * উচ্চমাধ্যমিক মানবিক শাখা : মোট জিপিএ : ৬.০০ * উচ্চমাধ্যমিক বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা / অন্যান্য : মোট জিপিএ : ৭.০০ * উচ্চমাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড। অথবা বাংলায় A- ( মাইনাস) গ্রেড থাকলে ইংরেজি তে D গ্রেড থাকলেও পরীক্ষা দিতে পারবা। . C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ) . * মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।

বিজ্ঞান / মানবিক / ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা : মোট জিপিএ : ৬.০০ * বাংলায় B গ্রেড । . D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) : . * বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে। * মোট জিপিএ ৮.০০ * উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞানে A- ( A মাইনাস ) . E ইউনিট ( বিজনেস স্টাডিজ অনুষদ ) : * মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।

উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা/ মানবিক ও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.০০। * উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৭.৫০ * উচ্চমাধ্যমিকে ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় বি গ্রেড। . F ইউনিট ( আইন অনুষদ ) . * মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে। * উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০ * উচ্চমাধ্যমিকে বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড। . G ইউনিট ( ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( IBA – JU ) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৪.০০ পেতে হবে। * উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৮.৫০। * উচ্চমাধ্যমিকে গণিত এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড। . * উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০ * উচ্চমাধ্যমিকে ইংরেজিতে এবং হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় এ- (মাইনাস) গ্রেড। . H ইউনিটঃ ( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি – IIT ) * বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে। * মোট জিপিএ ৮.০০ থাকতে হবে * উচ্চমাধ্যমিকে গনিতে এবং পদার্থ বিজ্ঞানে A গ্রেড থাকতে হবে। . I ইউনিট ( বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ) : . * SSC , HSC উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিন্ম জিপিএ ৩.০০ থাকতে হবে * উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ ৭.০০। * উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৫০ । * উচ্চমাধ্যমিকে বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড। . বিঃদ্রঃ সকল ইউনিটের ক্ষেত্রেই ৪র্থ বিষয়সহ জিপিএ হিসাব করা হবে ।

সকল শিক্ষার্থীদের যেই বিষয়টি জানা উচিত সেটি হলো , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ইউনিটেই বুদ্ধিমত্তা বা IQ থেকে প্রশ্ন করা হয় । এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই । এই IQ অংশের জন্য ভালো মানের ছোট একটি IQ বই পড়লেই যথেষ্ট । সবচেয়ে ভালো IQ বই হলো ” ছায়ামঞ্চ IQ SUMMIT ” । গতবছর এই বই থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়েছে । এই ” ছায়ামঞ্চ IQ SUMMIT ” বইটি পড়লেই তোমার IQ এর প্রিপারেশান কমপ্লিট । . জাবির প্রশ্নপদ্ধতি সকল ভার্সিটি থেকে আলাদা তাই জাবির প্রশ্নপদ্ধতি বুঝতে ও ভালোভাবে প্রিপারেশান নিতে চাইলে প্রথমেই প্রশ্নব্যাংক সলভ করতে হবে । জাবির জন্য ” Climax ” সাপ্লিমেন্টটি বেস্ট । এটি ফলো করো ।

অনেকেই জানতে চেয়েছো জাবিতে বিজ্ঞান বিভাগের সাবজেক্টের ইউনিট ( A, D , H ইউনিটে চান্স পেতে কি কি বই পড়তে হবে ? . – মেইন বই , ছায়ামঞ্চ IQ SUMMIT , Climax এর A, D , H ইউনিটের প্রশ্নব্যাংক , ছায়ামঞ্চ বাংলা + English . . জাবির B, C, E, C1, F, I, G ইউনিটের বই সাজেশান : ছায়ামঞ্চ বাংলা + English , Climax এর প্রশ্নব্যাংক ; ছায়ামঞ্চ IQ SUMMIT, Math Summit, English GK summit, Bangla GK SUMMIT, তথ্য জগত, সাম্প্রতিক ক্যাপটেন। . উল্লেখ্য ,বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে । মানবিক, ব্যবসায় শিক্ষা , মাদ্রাসা ও অন্যান্য শাখার শিক্ষার


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর