আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:৪৭

জাককানইবি অর্থনীতি বিভাগে প্রথম অ্যালামনাই ও পুনর্মিলনী।

জাককানইবি অর্থনীতি বিভাগে প্রথম অ্যালামনাই ও পুনর্মিলনী।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -শনিবার -০৪ আগস্ট ২০১৮ : ২০ শ্রাবণ ১৪২৫

সজীব আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তথ্য সংগ্রহ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন এবং প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অাগস্ট) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রশিদুন নবী, প্রফেসর ড. মোঃ সাহাবউদ্দিন বাদল, প্রফেসর এমদাদুল হুদা, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর, প্রমূখ।

অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন, সায়েম হাসান (বিসিএস শিক্ষা), তৌহিদুল ইসলাম (বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক), মিনহাজ উদ্দিন ও লায়লা আক্তার (শিক্ষক শেখ ফজিলাতুন নেছা মুজিব বিশ্ববিদ্যালয়), প্রমূখ।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর