আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৫২

জাককানইবি’তে এপস “ডিজিটাল ডায়েরি” উদ্বোধন

জাককানইবি’তে এপস “ডিজিটাল ডায়েরি” উদ্বোধন
নিউজ টি শেয়ার করুন..

সজীব আহমেদ, জাককানইবিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সম্বলিত এপস “ডিজিটাল ডায়েরি” উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই এপসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনজন শিক্ষার্থী এস এম নাদিম , মশিরা আফরিন এবং সাদিয়া আফরিন এই এন্ড্রয়েড এপসটি তৈরি করেন। তাদের এই কাজে সুপারভাইজার হিসেবে সকল সহযোগিতা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সুজন আলী। এই ডিজিটাল ডায়েরি নামক এপসে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, মেডিকেল সেন্টার, বাস সিডিউল সহ সকল প্রকার প্রয়োজনীয় তথ্য এবং ফোন নাম্বার সংযুক্ত রয়েছে। এছাড়া এপসটিতে রয়েছে গ্রুপ মেসেজিং সুবিধা। বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষক-শিক্ষার্থী তাঁর প্রয়োজনীয় মুহুর্তে এই এন্ড্রয়েড এপসটির সহায়তা নিতে পারবেন। উপাচার্য এপসটির নির্মাতা এবং সুপারভাইজারের প্রশংসা করে বলেন, আমরা ভবিষ্যতে সিএসই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে আরো ভালো ভালো কাজ আশা করি, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে। এবিষয়ে এপসটির নির্মাতা এস এম নাদিম বলেন, সকলের উৎসাহ এবং সহযোগিতা পেলে আরও ভাল কিছু করে নিজের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের উপকারে আসতে পারব। সুপারভাইজার সহযোগী অধ্যাপক সুজন আলী জানান, এই এপসটির মাধ্যমে শুধু শিক্ষার্থী নয়, বরং সকল শিক্ষক এবং প্রশাসনিক কাজেও এর ব্যবহার সম্ভব। ভবিষ্যতে এই এপসটির আপডেট আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিয়মিত তথ্যগুলো আপডেট রাখার চেষ্টা করব।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর