আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৩৯

জমে উঠেছে ঈদ বাজার।

জমে উঠেছে  ঈদ বাজার।
নিউজ টি শেয়ার করুন..

জমে উঠেছে খুলনার ঈদ বাজার। গেল কয়েক বছরের মতো এবারও মার্কেটে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। তবে জনপ্রিয় মেগা সিরিয়াল আর বলিউড সিনেমার নামে নামকরণ করা পোশাকের দেখা মিলছে কম।

এরই মধ্যে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মার্কেট ও বিপণি বিতানগুলো। পছন্দের পোশাকটির জন্য তরুণীরা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। ব্র্যান্ডের দোকানগুলোতে তরুণদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। জানা গেছে, এবার পোশাকের ক্ষেত্রে রং আর ডিজাইনের নতুনত্ব খুঁজছেন অনেকে। খুলনায় ভারতীয় থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শিপন, ওয়ারা, সফট সিল্ক, সুতির থ্রি-পিস ও টু পার্ট বিক্রি হচ্ছে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। কলেজছাত্রী আফরিন আরা আজাদ জানান, ভারতীয় থ্রি-পিসের ডিজাইন ও রং ভালো লাগছে। সবকিছুর মধ্যে এবার নতুনত্ব আছে। মধ্যবিত্তদের জন্য দামও আওতার মধ্যে। হালনাগাদ বাহারি ডিজাইনের পোশাকের কালেকশন রয়েছে প্রায় দোকানেই। ক্রেতারা ঘুরেফিরে স্বচ্ছন্দে কিনতে পারছেন পছন্দের পোশাকটি। অন্যদিকে ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, ফ্যাশনেবল শার্ট, চেক শার্ট, এক কালার শার্ট, জিন্স ও গ্যাবার্ডিং প্যান্ট। খুলনার রেলওয়ে বিপণি কেন্দ্র, দরবেশ চেম্বার, হ্যানিমেন মার্কেট, নিউ মার্কেট, আড়ং, সেফ অ্যান্ড সেভসহ শতাধিক ফ্যাশন হাউসে তরুণদের জন্য নজরকাড়া পোশাকের কালেকশন রয়েছে। বিক্রেতারা জানান, প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। সেই সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের রুচিতেও। ঈদ ফ্যাশনের অনেকটাই এখন নির্ভর করে ঋতু, ট্রেন্ড আর জনপ্রিয় সিরিয়ালের নন্দিত অভিনেত্রীদের পোশাকের বিষয়টি মাথায় রেখেই। খুলনা শপিং কমপ্লেক্সের বিক্রেতা মোজাহার উদ্দিন জানান, তারুণ্যের পছন্দের দিকে খেয়াল রেখে পসরা সাজিয়েছেন দোকানিরা। প্রতিটি দোকানে দেশীয় পণ্য থাকলেও অনেকের ঝোঁক বাইরের দেশের পোশাকের প্রতি। আর ক্রেতারা এবার আগে ভাগে বাজারেই এসেছেন। ফলে সকাল থেকে গভীর রাত অবধি ভিড় থাকছে প্রতি দোকানেই।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর