আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:০৫

ছাত্রলীগ নেতা হোসেন মাহমুদ রুবেল হত্যাকাণ্ডে উত্তাল রূপগঞ্জ

ছাত্রলীগ নেতা হোসেন মাহমুদ রুবেল হত্যাকাণ্ডে উত্তাল  রূপগঞ্জ
নিউজ টি শেয়ার করুন..

ছাত্রলীগ নেতা হোসেন মাহমুদ রুবেল হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এখন উত্তাল। সে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক  ছিলেন।গতকাল সোমবার দুপুরে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, মুড়াপাড়া এলাকার ত্রাস, হত্যাসহ এক ডজন মামলার আসামি মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নিহতের স্বজন, এলাকাবাসী ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস ঘেরাও করে। তাদের অভিযোগ, আলমাছের নির্দেশে তার সেকেন্ড-ইন-কমান্ড মুড়াপাড়া এলাকার ত্রাস সুরুজ ও তার সহযোগীরা রোববার রাতে হোসেন মোহাম্মদ রুবেলকে কুপিয়ে হত্যা করে।

রুবেল মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় মূল অভিযুক্ত আলমাছ রূপগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একসময়কার শিবিরের ক্যাডার। চেয়ারম্যান আলমাছ এখন মুড়াপাড়া ইউনিয়নসহ রূপগঞ্জের মূর্তিমান আতঙ্ক। তার রয়েছে ৪০ জনের অস্ত্রধারী বাহিনী। এ বাহিনী আলমাছের মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, জমি দখল, চঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্মের দেখভাল করে। আলমাছের সেকেন্ড-ইন-কমান্ড সুরুজ মিয়া মাদক, অস্ত্র ও জুয়ার ব্যবসার দায়িত্বে রয়েছে বলে জানা গেছে। আর কাজল ও নয়ন সাধারণ মানুষ ও মিল-কারখানা থেকে চাঁদাবাজির দায়িত্বে রয়েছে। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানায়, আলমাছের চারজন সশস্ত্র দেহরক্ষী রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নব্বই দশকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান প্রয়াত জামাল হাজির ছেলে মুড়াপাড়া কলেজের ভিপি খালেদের হাত ধরে আলমাছের উত্থান। এরপর সে নিজেই এলাকায়  নিজস্ব বাহিনী গড়ে তোলে। ওই সময় সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিএনপি ক্ষমতায় এলে আলমাছ ভোল পাল্টে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগদান করে। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রকাশ্য দিবালোকে রাসেল পার্কের ভেতর শিল্পপতি রাসেল ভুইয়াকে হত্যা করে আলমাছ।

অনুসন্ধানে জানা গেছে, গত ৯ বছরে আলমাছের নির্দেশনায় শুধু মুড়াপাড়ায় খুন হয়েছে ১১টি। তার সর্বশেষ শিকার রুবেল। নিহতের পরিবারের দাবি, আলমাছের পক্ষে কাজ না করায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রুবেলকে হত্যা করেছে।

গতকাল ইউএনও অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব, হাফিজুর রহমান ভূইয়া সজীব, রূপগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, কলেজ শাখার এজিএস শোয়েব আহম্মদ সোহাগ, কলেজ শাখার সভাপতি শামীমুল হক শামীম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীমসহ শত শত নেতাকর্মী।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূইয়া বলেন, মুড়াপাড়াতে একের পর এক মানুষ খুন হচ্ছে। আর এ খুনের সঙ্গে জড়িত রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

উল্লেখ্য আলমাস এমপি গাজীর ক্যাডার হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী।

 

শফিক আহমেদ ভূইয়া/টাইমসঅফবিডিডটকম/২৯/০৫/১৮

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর