আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:৪০

ছাত্রলীগের উচিত তরিকুলকে হাতুড়িপেটা করা ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া: আরিফা রহমান রুমা

ছাত্রলীগের উচিত তরিকুলকে হাতুড়িপেটা করা ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া: আরিফা রহমান রুমা
নিউজ টি শেয়ার করুন..

দেশের  অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘আবারও কোটা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ বৈঠকি।
আরিফা রহমান রুমা বলেন, ‘আমার বাসায় যিনি রান্না করেন তার বাচ্চা এবং আমার বাচ্চা— তাদের বেড়ে ওঠা কিন্তু এক নয়, পরিবেশগত কারণেই। এখানে অবহেলা? তা কিন্তু নয়। এ ছাড়া, একই ঘরে দুই সন্তান, নারী ও পুরুষ— একভাবে বেড়ে ওঠে না। এ সমস্যা কিন্তু আছেই।’
তিনি বলেন, ‘আমি সমালোচনা করছি তরিকুলসহ অন্যদের ওপর হামলা করা, হাতুড়িপেটা করার।
কিন্তু এর দায় ছাত্রলীগ কেন নেবে? সাংগঠিকভাবে কেন এর দায় ছাত্রলীগ নেবে? বরং ছাত্রলীগের উচিত সাংগঠনিকভাবে ওই হাতুড়ি হাতে ধরা ছাত্রকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ এদের উৎসাহ দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আজ যা ঘটছে, তাতে বলা হচ্ছে এমন ঘটনা ইতিহাসে আর ঘটেনি! কিন্তু আসলে কি তা-ই? মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন— এগুলো কি এর কাছে কিছুই না?’

দ্যাটাইমসঅফবিডি.কম/১৩/০৭/১৮

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর