দ্যাটাইমসঅফবিডি.কম: রাজধানীর মোহাম্মদপুর আদাবর সু-নিবির হাউজিং সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পারভেজ নামের ( ১৭) বছরের এক যুবক পানিতে ডুবে যায়।
খবর পেয়ে মোহাম্মদপুর আদাবর ফায়ার সার্ফিসের একটি ডুবুরি দল এক ঘন্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে জানা যায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর আদাবর সু-নিবির হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।