আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:২৪

গাজীপুরে ছাত্রলীগ নেতার গাড়িতে হামলার ঘটনায় মামলা

গাজীপুরে ছাত্রলীগ নেতার গাড়িতে হামলার ঘটনায় মামলা
নিউজ টি শেয়ার করুন..

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের গাড়িতে হামলা ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করাহয়েছে। ব্যবসায়ী আজিজুর রহমান ডন তার ভাই ইমরান হোসেন ডনসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

১০ সেপ্টেম্বর রোববার রাতে ছাত্রলীগ নেতার মা নার্গিজ আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভায় অংশগ্রহণের প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় ছাত্রলীগের অফিসে অবস্থান করছিল ছাত্রলীগ নেতা নাছির মোড়ল তার কর্মী সমর্থকরা। সময় বাইরে থাকা গাড়ি ভাংচুর করে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তার উপর তার কর্মীদের উপর হামলা করা হয়। সময় তাদের সাথে থাকা নগদ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

ঘটনার সুষ্ঠু বিচার আসামিদের গ্রেফতার দাবি করেন ওই ছাত্রলীগ নেতা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ .এফ.এম নাসিম জানান, ছাত্রলীগ নেতার গাড়িতে হামলা ভাংচুর করার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য আজিজুর রহমান জন এর আগে ছিনতাইয়ের মামলা আটক হন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর