বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জয়া আহসান। শুক্রবার কলকাতায় মুক্তি পেলো জয়া অভিনীত ছবি ‘কণ্ঠ’।
ছবিটির মূল চরিত্রে আছেন অর্জুন। যিনি পেশায় একজন রেডিও জকি। গলায় ক্যানসার ধরা পড়ে তার। ফলে স্বরযন্ত্র কেটে ফেলতে হয়। সুন্দর কণ্ঠ তো নয়ই গলা দিয়ে যখন অদ্ভুত স্বর বেরোতে। হতাশায় ডুবে যায় সে। ঠিক এ সময় এগিয়ে আসেন একজন ‘স্পিচ থেরাপিস্ট’। তিনিই জয়া আহসান।
ছবিটি মুক্তির আগে ট্রেলার প্রকাশেল পরই নিউইয়র্কে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতা ঋষি কাপুর প্রশংসা করেন। মুক্তির সে প্রশংসা প্রকাশিত হচ্ছে অন্যান্য অকের মধ্যেই।
ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। যিনি শুধু ভারত নয় উপমহাদেশের অন্যতম সেরা ও জনপ্রিয় কার্ডিয়াক সার্জন। অল্প খরচে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ভারত সরকার ২০১২ সালে তাকে ‘পদ্মভূষণ’ পদকে ভূষিত করেন।ছবিটি দেখতে গিয়েছিলেন তিনিও।
দেখার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই ছবি ক্যানসারে আক্রান্ত রোগীকে আশা জোগায়। বিশ্বাস দেয়, তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে পারবেন। তারাও জীবনে উপভোগ করতে পারবেন। ভবিষ্যতের সুন্দর দিনে তাদের অধিকার আছে। আর যেভাবে গল্পটা বলা হলো, এটা এক কথায় অসাধারণ।’ তিনি তার রোগীদের এই সিনেমা দেখতে উপদেশ দেবেন বলেও এ সময় জানান। নিজের হাসপাতাল নারায়ণা হৃদয়ালয়াতেও ছবিটির বিশেষ কয়েকটি প্রদর্শনীর অনুরোধও করেছেন ডা. শেঠি।
জয়ার অভিনয়ে মুগ্ধ শেঠি। ছবিটিতে স্পিচ থেরাপিস্ট ছিলেন জয়া। তার অভিনয় বেশ ভালো হয়েছে। মনেই হয়নি সে অভিনয় করছেন। মন্তব্য দেবী শেঠির।