আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:৫৩

গণভবনে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা।

গণভবনে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম:  ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে কথা বললেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী ৩২৩ জনকে গতকাল সন্ধ্যায় গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। তিনি তাদের কথা শোনেন এবং দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। সংগঠনের নতুন নেতৃত্ব প্রসঙ্গে কিছু জানা যায়নি।

এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৩২৩ জনের বায়োডাটা বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। উল্লেখ্য, গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্যাটাইমসঅফবিডি.কম/০৫/০৭/১৮ শফিক আহমেদ ভূইয়া

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর