কিরন আহমেদ (নেত্রকোণা):
বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল নেত্রকোণা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকায় কেন্দুয়া ও আটপাড়া উপজেলার দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫ সহাস্রাধিক মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার কেন্দুয়া পৌরসভাস্থ সাউদ পাড়া এলাকা নিজ বাসভবনে উকিল বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল , যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, পৌর মেয়র আশাদুল হক ভূইঁয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজউর রহমান বিপুলসহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দ্যাটাইমসঅফবিডিডটকম/১০/০৬/১৮