আজ বৃহস্পতিবার। ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ। ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি। এখন সময় দুপুর ১:৪৯

কৃষকের ধান কেটে দিল হাবিপ্রবি ছাত্রলীগ

কৃষকের ধান কেটে দিল হাবিপ্রবি ছাত্রলীগ
নিউজ টি শেয়ার করুন..

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)  ক্যাম্পাসের পাশে সুবড়া গ্রামের  এক দরিদ্রকৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে হাবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী আলমগীর হোসেন আকাশ তার অনুসারীরা

বুধবার ( ১০ মে ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সুবড়া গ্রামে  এক কৃষকের২০ শতাংশ জমির ধান কাটেন

শারীরিক অসুস্থতা অর্থের অভাবে নিজ জমির ধান কাটতে পারছিলেন না মো দুরুল হুদা তিনি বলেনআমি অর্থেরঅভাবে পাকা ধান কাটতে পারছিলাম না আমার সমস্যার কথা জানার পর ছাত্রনেতা আলমগীর হোসেন আকাশকে জানাইসে আমার ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ

বিষয়ে আলমগীর হোসেন আকাশ বলেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায়,জাতীয় সংসদের হুইপ ইকবালুররহিম এমপির তত্বাবধানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে অর্থ অভাবে ধান কাটতে না পারা দুরুল হুদার পাশেআমরা দাঁড়িয়েছি।এমনিভাবে দেশের সকল ক্রান্তিলগ্নে ছাত্রলীগ জনগণের পাশে দাড়িঁয়েছে। ইনশাআল্লাহ,আগামীতেওছাত্রলীগের নির্দেশনায় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যহত থাকবে

উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের রাব্বী শেখ ,শুভ সত্যজিৎ , রাজু প্রামানিক , রাসেল , লিরা রহমান ,শান্ত , বিপ্লব ,বখতিয়ার ফাহিম , আসিফ ,শেখ ইশতিয়াক , নোমান ,তারেকসহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর