দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -মঙ্গলবার -০৭ আগস্ট ২০১৮ : ২৩ শ্রাবণ ১৪২৫
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় মৃত্যুর তিন মাস পর রোববার(৫ আগষ্ট) দুপুরে কলেজছাত্র সাইফুল্লাহ্ তালুকদার মহসিন এর লাশ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।
মহসিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমুরুড়া গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক এর ছেলে। সে ঢাকার ইন্টারন্যশনাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন। কেন্দুয়া থানার এস আই দেলোয়ার হোসেন জানান ২৩ এপ্রিল ২০১৮ তারিখ রাতে ঢাকার ছাত্রাবাসের ৬ তলা ছাদ থেকে নীচে পড়ে মৃত্যুবরণ করেন মহসিন। তার পিতার দাবী ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।
পিতার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ মোতাবেক রোববার (৫ আগষ্ট) কুমুরুড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলনের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট জাহিদ বিন কাশেম,ঢাকা সিআইডির পরিদর্শক মিজানুর রহমান, কেন্দুয়া থানার এস আই দেলোয়ার হুসেন, ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক (পিতা) সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।সূত্র:দূর্জয় বাংলা