আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৫৬

কবিতা :”তুমি বিদ্রোহী “

কবিতা :”তুমি বিদ্রোহী “
নিউজ টি শেয়ার করুন..

 

কবিতা :তুমি বিদ্রোহী “

লেখক:- মোঃ আনোয়ার হোসেন

উদয়মান সূর্য তুমি – তুমি বিদ্রোহী কবি,

তোমার তাপে সবাই তাপি, তুমি নজরুল বিদ্রোহী ৷

আসনে তুমি শ্রেষ্ট, ভাষনে তোমার দান,

জাতি ছিল বন্ধ, তুমি দিয়েছিলে তুলে,

একটি জয়ের তুপান ৷ বৃট্রিশ হল ক্ষুদ্ধ,

করিতে তোমায় স্তব্ধ, তবু থামনি তুমি, করিল তোমায় বন্ধ ৷

থামেনি তোমার কলম,

দেখিয়া তাদের জুলুম,

জাতিকে করিতে চায় তার,

করিতে চায় তাদের গোলাম ৷

তুমি বাজিয়ে দিলে সুর,

টক বগ করে উঠে তাল,

তুমি রণ সঙ্গিত বানাতে শুধু,

মিটাতে তাদের জাল ৷

জাগ্রত হল জাতি, শুরু হলো প্রতি বাদ,

শুরু হলো অন্যায়ের প্রতি,

তোমার কলমে লোহ্ কপাট ভেঙ্গে দিলে,

তুমি নির্যাতনের প্রতি ৷

তুমি ভেঙ্গে দিলে পিন্জর,

মুক্ত হল পাখি, ডানা মেলিয়া আকাশে,

আর নেই অস্রুতে আখিঁ ৷ পাখি পেল নীর,

জাতির কাছে তোমার কলম, হয়ে গেল শ্রেষ্ট বীর,

তোমার সঙ্গিতে যে কত দাম ৷

তুমি লিখে গেলে কবিতা, তুমি দিয়ে গেলে সুর,

তুমি বিদ্রোহী কবি, তুমি বিদ্রোহী ৷

তুমি বাঙ্গালী কানণে ফুল,

তুমি মহা-বিদ্রোহী, কবি কাজী নজরুল ৷৷

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর