দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -বৃহস্থপতিবার ১৬ সেপ্টেম্বর ২০১৮: ২3 ভাদ্র ১৪২৫
আর্তমানবতার সেবায় আমরা রবো চির অম্লান” এই স্লোগানকে সামনে রেখে “ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি ” সংগঠনটি সারা দেশে মানবিক কাজ করে যাচ্ছে নিরালস ভাবে।তারই ধারাবাহিকতায়, আজ ১৪/০৪/২০১৮ ইং রোজ শুক্রবার সিলেট মহানগরের উপশহরে তেররতন এলাকায় সকাল -সন্ধ্যা ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে ৩০০+ মানুষের রক্তের গ্রুপ নির্নয়, রক্তদানের সচেতনতা ও গুরুত্বের ব্যাপারে লোকজনকে বুঝানো হয়। সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি পলাশ আহমেদ, মৌলভীবাজার জেলার সভাপতি আরিফ রাব্বানী তারেক সহ সংগঠনের বিভিন্ন স্তরের সেচ্ছাসেবক বৃন্দ।