নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলেছেন একই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ইসমতআরা ভূঁইয়া ইলা, সহকারী অধ্যাপক নীলা সাহা এবং নুসরাত শারমীন। মঙ্গলবার (১৭ জুলাই) উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন তিন শিক্ষিকা। অভিযোগ পত্রে ইসমতআরা ভূঁইয়া ইলা অভিযোগ উল্লেখ করে বলেন, আমরা যোগদানের পর হতে আজ অবধি একই বিভাগের শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন দ্বারা প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। গত মঙ্গলবার (১৭ জুলাই) বিভাগীয় একাডেমিক কমিটির সভার সমাপ্তি ঘোষনার পর আমি (ইসমতআরা ভূঁইয়া ইলা), বিভাগের শিক্ষক আল-জাবির, মাজহারুল হোসেন তোকদার, অফিস সহকারী সাইদুর রহমান ও অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এমন পরিস্থিতিতে রুহুল আমিন আমার সামনে থাকা অবস্থায় উপরে বণিত শিক্ষক-কর্মকর্তাদের সামনে যৌন ইঙ্গিতপূর্ন দৃষ্টিতে কিছুক্ষন তাকিয়ে থাকার পর চোঁখ টিপ দিয়ে খারাপ ইঙ্গিত করেন। এ অবস্থায় আমি তাৎক্ষনিক প্রতিবাদ করি এবং বিগত দিনের কিছু অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ ঘটনা উল্লেখ করে তাকে অবহিত করলে তিনি অকপটে বিভাগের শিক্ষক-কর্মকর্তাদের সামনে স্বীকার করেন যে, তিনি বিভিন্ন সময়ে আমাকে উত্তক্ত করেছেন। উত্তক্তের ধরণগুলো হলো, তিনি বিভিন্ন সময়ে আমার ছবি এডিট করে কুরুচিপূর্ণভাবে পাঠান এবং বিভিন্ন নোংড়া ইঙ্গিতপূর্ণ কথাবার্তা সম্পন্ন লেখা আমাকে টেক্স করেন। যা এতবছর যাবৎ আমি সহকর্মী ভেবে সহ্য করে আচ্ছিলাম এবং তাকে একাদিকবার সতর্কও করেছিলাম। বিভাগের একটি ফলাফল প্রস্তুত করার সময় ডেমোনস্ট্রেটর আরিফ হাসান এর সামনে আমার শরীরে হাত দিয়ে খারাপ ভাষা ব্যবহার করেন। আমি সাথে সাথে তার প্রতিবাদ করি। প্রতিনিয়ত অনেক নোংড়া, অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ আচারন তিনি আমি সহ বিভাগের অন্য নারী সহকর্মী সহকারী অধ্যাপক নীলা সাহা এবং নুসরাত শারমীনের সাথেও করে যাচ্ছেন।
অভিযোগ পত্রে নীলা সাহা বলেন, বিভাগে যোগদানের পর থেকে শিক্ষক রুহুল আমিন তার সাথে একই আচরন করে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি একদিন অফিস কর্মকর্তার কক্ষে আমার চুল ও গালে হাত দিয়েছিলেন। তৎক্ষনাৎভাবে আমি তার প্রতিবাদ করি। কিন্তু তার পরেও তিনি সাবধান না হয়ে প্রতিনিয়ত একই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন দৃষ্টিই নিক্ষেপ করে চলেছেন। অভিযোগ পত্রে নুসরাত শারমিন বলেন, বিভাগে শাড়ি পড়ে আসলে অভিযুক্ত শিক্ষক আমার দিকে নোংড়াভাবে তাকিয়ে থাকেন এবং নোংড়া মন্তব্য করেন। যার প্রতিবাদ স্বরূপ সাবেক উপাচার্যের কাছে সহকর্মী নীলা সাহা সহ মৌখিকভাবে অভিযোগ করে এসেছিলাম, কিন্তু সাবেক উপাচার্য এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করেন নি। এ বিষয়ে সহকারী অধ্যাপক রুহুল আমিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের বিষয়টি ভিত্তিহীন। এটা আমার বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর জানান, ১৭ জুলাই, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভূঁইয়া ইলা, সহকারী অধ্যাপক নীলা সাহা এবং নুসরাত শারমিন স্বাক্ষরিত একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।