আজ সোমবার। ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৫৫

এই প্রশ্নের উত্তর আমাকে কে দিবে?-জাফর ইকবাল

এই প্রশ্নের উত্তর আমাকে কে দিবে?-জাফর ইকবাল
নিউজ টি শেয়ার করুন..

(দ্যাটাইমসঅফবিডি.কম): কিন্তু প্রশ্ন হলো বিষয়টি আমার জানতে এতো দেরি হলো কেন ? আমি ফেসবুক করি না, সামাজিক নেটওয়ার্কে সময় নষ্ট করি না সত্য কিন্তু আমি তো খুবই সম্ভ্রান্ত একটা ইংরেজী দৈনিক নিয়মিত পড়ি, ইন্টারনেটে খুবই জনপ্রিয় নিজউ পোর্টালে দিনে কয়েকবার চোখ বুলাই তাহলে কোটা বিরোধী আন্দোলন করে যে বাংলাদেশের মাটিতে নূতন রাজাকারের পূর্ণজন্ম হয়েছে, এই দেশের তরুণেরা নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিয়ে গর্ব করতে শিখেছে আমাদের সংবাদ মাধ্যম সেই খবরটি আমাদেরকে কেন জানালো না ? তারা যে সামাজিক নেটওয়ার্কের কোনো তথ্য প্রকাশ করে না তা তো নয়।

আমাকে একটা বিভ্রান্ত তরুণ খুন করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর ফেসবুকে আফসোস করে কিংবা আক্রোশ প্রকাশ করে যে উক্তিগুলো লেখা হয়েছে সেগুলো গুরত্বপূর্ণ পত্রিকায় বিশাল বড় করে ছাপানো হয়েছে সেটা আমি নিজের চোখে দেখছি। Image result for এই প্রশ্নের উত্তর আমাকে কে দিবে?-জাফর ইকবাল

এখানে বরং একটা উল্টো ব্যাপার ঘটেছে, কোটা বিরোধী আন্দোলনটি যে একটি “অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন” তার উপর আমি বুদ্ধিজীবীদের বড় বড় লেখা দেখেছি। অর্থাৎ সংবাদ মাধ্যম এই আন্দোলনটিকে একটি ইতিবাচক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই আন্দোলনের কারণে যে মুক্তিযোদ্ধাদের অসম্মান হয়েছে এবং রাজাকারদের পুনর্জন্ম হয়েছে তাতে এই দেশের সম্ভ্রান্ত দৈনিক পত্রিকার কিছু আসে যায় না। কেন? এই প্রশ্নের উত্তর আমাকে কে দিবে?

লেখক:জাফর ইকবাল,অধ্যাপক ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর