আজ রবিবার। ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:৫৯

ইভটিজিং এর প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মামলার শিকার।

ইভটিজিং এর প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মামলার শিকার।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ইভটিজিং এর প্রতিবাদ করায় নরসিংদী জেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক এর বিরুদ্ধে মামলার অভিযোগ উঠেছে। 

ইভটিজিং এর প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মামলার শিকার।জানা যায় গত রবিবার (০৮/০৭/১৮) কলেজ চলাকালীন সময়ে নরসিংদী সরকারি কলেজ এ  ডোকে বহিরাগত  রাফিদ ও জিয়েন নামের দুই বখাটে জেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক এর বোন সাদিয়া  এর ওড়না ধরে টানাহেচরা করে  ।এ ঘটনা নজরে পড়লে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতন্ডা হয়।

পরবর্তীতে  জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আহুসানুল ইসলাম রিমন ও তার বড় ভাই রোজদি এবং এলাকার বাসির উপস্থিতিতে তাদের দুই জন কে পুলিশে সোর্পদ করা হয়।কিন্তু পরবর্তীতে জানা যায়,  ইভটিজিংকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ইভটিজিং এর স্কীকার সাদিয়ার ভাই  জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক  আহুসানুল ইসলাম রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইভটিজারাই বাদি হয়ে এ মামলা করে বলে জানা যায়।

এতে এলাকায় আরও ক্ষোভের সঞ্চার হয়। ভুক্তভোগী মেয়ের বড় ভাই রোজদি  বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।এ বিষয়ে জানার জন্যে  নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের সাথে মুটোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা যায়নি।

ইভটিজিং এর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিচে ভিডিও লিঙ্ক দেয়া আছে:

https://www.facebook.com/100025850753466/videos/168342347370789/

 

সাদিয়া নরসিংদী সরকারি কলেজ থেকে এবার এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে।সে বর্তমানে ভার্সিটি ভর্তি কোচিং করছে।

আতঙ্কে এখন ভার্সিটি ভর্তি কোচিং করতে পারছেন না  ঐ শিক্ষার্থী জানান।

দ্যাটাইমসঅফবিডি.কম/১৩/০৭/১৮

 

 


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর