ধর্ম ও জীবন
নিউজ আপডেটঃ১৯.০৫.১৮ ৩:৫৫
শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান। ইসলামিক বিধান অনুযায়ী এই মাসজুড়ে প্রত্যেক মুসলিমের (কিছু ব্যতিক্রম ছাড়া) রোজা রাখা ফরজ। গত শুক্রবার থেকে বাংলাদেশের মুসলিমরা রোজা রাখছেন অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকছেন। রাতের তুলনায় দিন বড় হওয়ায় বাংলাদেশে প্রায় ১৫ ঘণ্টা রোজা রাখছেন মুসলিমরা।
তবে কিছু কিছু দেশে এমনও দেখা যায়, ইফতার করার মাত্র দুই থেকে তিন ঘণ্টা পরেই সেহরি। অর্থাৎ প্রায় ২২ ঘণ্টা রোজা রাখতে হয় ওই সব দেশের ধর্মপ্রাণ মুসলিমদের।
অঞ্চলভেদে বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময় কম বেশি হয়ে থাকে।
ইউরোপ:
মাত্র সাড়ে ৭শ’ মুসলিমের দেশ আইসল্যান্ডে গত বছর রোখা রাখতে হয়েছিলো ২১ ঘণ্টার বেশি। এবছর রাখতে হচ্ছে ২০ ঘণ্টার বেশি। নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন এবং নরওয়েতেও ২০ ঘণ্টার বেশি রোজা রাখতে হয়। আর ডেনমার্কে রোজা রাখতে হচ্ছে ১৯ ঘন্টা।
এছাড়া নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানিতে রোজ ১৮ ঘণ্টার বেশি। আর স্পেনে প্রায় ১৭ ঘণ্টা।