দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -মঙ্গলবার-০৪ আগস্ট ২০১৮ : ১৮ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ
নিজেকে অসুস্থ দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতকে বলেছেন, আমি অসুস্থ, বার বার আসতে পারবো না। আমার বিরুদ্ধে যা খুশি সাজা দেন।
বুুধবার বেলা ১২ টার দিকে পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়ে খালেদা জিয়া একথা বলেন।
বিচার কাজ শুরুর আগে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত করা হয়।
আদালতকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, আপনাদের যত দিন ইচ্ছা, যত ইচ্ছা সাজা দেন। আমি বার বার আসতে পারবো না। আমি অসুস্থ। আমি পা নাড়াতে পারি না। পা ফুলে গেছে। ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছে।