রাজনীতি
নিউজ আপডেটঃ১৯.০৫.১৮ ১ঃ৩০
শফিক আহমেদ ভূইয়া (বার্তা সম্পাদক)
দ্যা টাইমস অফ বাংলাদেশ
গতকাল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গুলিস্থানগামী ফ্লাইওভার সার্ভিসের একটি মিনি বাস (গাড়িটির নাম্বার সঠিকভাবে মনে করতে পারছেনা তবে গাড়ির শেষ নাম্বারগুলো হচ্ছে -১৪২৮৬৫) এ দুইজন শ্রমিক যাত্রাকালে প্রেস ক্লাবের সামনে তাদের থেকে সব টাকা ছিনিয়ে নিয়ে বাসের হেল্পার তাদের কে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে জানা যায়।পরবর্তীতে তারা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে লোকজনের কাছে সাহায্য প্রার্থনা করলে ,লোকজন ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী কে খবর দেয়।তিনি এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা জানতে পারি।
তার ফেসবুক স্ট্যাটাস হুবহু নিচে তুলে ধরা হল:
আল-আমিন ও সুমন, অনূর্ধ্ব ১৮ বছরের দুই কিশোর জীবিকার তাগিদে কাজ করে নারায়ণগঞ্জ সোনারগাঁ এলাকার এক ওয়েল্ডিং কারখানায়। মালিকের কাছ থেকে দুই বন্ধু দুই হাজার টাকা নিয়ে বের হয়, উদ্দেশ্য দেশের বাড়ি বগুড়া।
সন্ধ্যায় সাইনবোর্ড এলাকা থেকে ফ্লাইওভার সার্ভিসের একটি লোকাল বাসে চড়ে গুলিস্তানের উদ্দেশ্যে, ভাংতি নানা থাকায় ভাড়া দেয়ার জন্য ১ হাজার টাকার নোট দেয়ার পরেই অপরাধ প্রবৃত্তি জাগে হেল্পারের মনে। একে একে সব যাত্রী নামানোর পর হেল্পার-ড্রাইভার মিলে দুজনের টাকাকড়ি রেখে প্রেসক্লাবের সামনে ধাক্কা মেরে ফেলে চলে যায়।
এ ধরণের অপরাধ প্রায়শই সংগঠিত হচ্ছে। একা পেয়ে সর্বস্ব কেড়ে নেয়া হচ্ছে অসহায় কোন ভাইয়ের কষ্টার্জিত অর্থ, সম্ভ্রমহানি ও নিপীড়নের শিকার হচ্ছে অসহায় কোন বোন! এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর ও করিৎকর্মা হতে হবে। র্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে গণপরিবহনের হেল্পার, কন্ডাকটর, ড্রাইভার সহ সংশ্লিষ্ট সবার নিয়োগপত্র, লাইসেন্স, ফটো আইডি, ও সকল হালনাগাদ তথ্যাদির কপি থাকা বাঞ্ছনীয়। প্রায় অশিক্ষিত অর্ধশিক্ষিত কর্মীদের নৈতিক মানোন্নয়নে নিয়মিত কাউন্সিলিংও জরুরী।
সকলের সচেতনতাই পারে এমন অপরাধ প্রবণতা দূর করতে।
বি: দ্র: আল-আমিন ও গোলাম মোস্তফার বগুড়া যাবার ব্যবস্থা করা হয়েছে। কিছু খরচাপাতিও দেয়া হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে খোঁজখবর নেয়া হচ্ছে, পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনা জানার পর তার সাথে ফোনে যোগাযোগ করা হলে ,তার কাছ জানতে চাওয়া হয় যে, তিনি কীভাবে সেখানে উপস্থিত হন??
তিনি জানান, ঐ এলাকার একজন চা দোকানদার তাকে ফোন করে ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং দ্রুত তিনি সেখানে উপস্থিত হন।পরবর্তীতে তিনি ছেলে দুটিকে সাহায্য করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।