দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -বৃহস্থপতিবার -০২ আগস্ট ২০১৮ : ১৮ শ্রাবণ ১৪২৫
নিউজ ডেস্ক: দুদিন হলো সাবেক হয়েছেন। সফলতার সাথে ব্যর্থতার পার্থক্য খুঁজলে, আমার দৃষ্টিতে আপনারা সফল। আপনাদের কাছ থেকেই প্রথম দেখা ছাত্রলীগ এতিমদের দায়িত্ব বহন করে, দুরারোগ্যদের চিকিৎসায় এগিয়ে আসে। আপানাদের আমলেই মানবতার ফেরিওয়ালা গোলাম রাব্বানী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নুরুল আজিম রনিদের সৃষ্টি হয়েছে। যদিও তারা দুই বা তিন বছরে রাব্বানী-রনি হয়ে উঠেনি। ওদের আজকের অবস্থানে লেগেছে প্রায় এক যুগ।
আর আপনাদের সময়ই তাদের সুনাম দেশব্যাপী ছড়িয়েছে এটার ক্রেডিট আপনারা প্রাপ্য। আপনাদের নিয়ে ছোটখাট সমালোচনা হয়েছে, এটাতো প্রাকৃতিক নিয়ম। এই সমালোচনার উর্ধ্বে কেউ নয়, আগামীতেও হবে। সবার সাথে আমিও একমত ছাত্রলীগ সঠিক নেতৃত্ব পেয়েছে। আদর্শ নীতি ধরে রাখতে গিয়ে প্রতিকুলতা কাটিয়ে উঠুক এটাই কামনা করি।
ভালো থাকবেন সবসময়…
আমি দুদিন আগে আর আজকে আপনারা সাবেক হয়েছেন। পার্থক্য অনেক আমি কর্মী, আপনারা নেতা। আমি কষ্ট করে, অনেক ত্যাগের বিনিময়ে একটি জেলা শাখা ছাত্রলীগের আদর্শিক কমিটি প্রতিষ্ঠা করেছিলাম। যার সহযোগিতায় ছিলেন সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেল ভাই। কৃতজ্ঞ বদিউজ্জামান সোহাগ ভাই ও সিদ্দিকী নাজমুল আলম ভাইদের প্রতি শাখাটি অনুমোদন দেয়ার জন্য। কিন্তু……………..
ছাত্রলীগ আমার আবেগ, অনুভূতি ও প্রথম ভালবাসার নাম। আপনাদের ও সকল সাবেকদের প্রতি ছাত্রলীগ নেতাদের সম্মান অটুট থাকবে যদি তারা জাতির পিতা ও দেশরত্নের নীতি আদর্শ বিশ্বাস করে।
বিল্লাল হাওলাদার ‘র ফেসবুক পেজ থেকে সংগ্রহিত।