আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৪৭

আগামী দেড় মাস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের নিয়মিত সকল কার্যক্রম।

আগামী দেড় মাস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের নিয়মিত সকল কার্যক্রম।
নিউজ টি শেয়ার করুন..

ঢাকা: সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। ঈদুল আজহার ছুটি, সরকারঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশকালীন ছুটিতে যাবেন বিচারপতিরা।

তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি বা নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে এরই মধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে আদালত নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সংক্রান্ত বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে যথারীতি খুলবে সুপ্রিম কোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম।

নিউজজি/ এসআই


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর