আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৩৫

আগামীকাল থেকে ঢাকাসহ সারা দেশের সব রুটে বাস চলাচল শুরু।

আগামীকাল থেকে ঢাকাসহ সারা দেশের সব রুটে বাস চলাচল শুরু।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা -সোমবার -০৬ আগস্ট ২০১৮ : ২২ শ্রাবণ ১৪২৫

আগামীকাল সোমবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব রুটে বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ রবিবার রাতে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের মহাসচিব খন্দকার এ৭নায়েত উল্লাহ।

তিনি বলেন, কাল সকাল থেকে সারা দেশের সব রুটে যথারীতি বাস চলাচল শুরু হবে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকল ধরনের গাড়ির ফিটনেস পরীক্ষা করে রাস্তায় নামানো হবে বলে জানান তিনি। সেই সাথে সকল ড্রাইভারদের লাইসেন্স পরীক্ষা করা হবে।

স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবির  টানা আন্দোলনের কারণে গত শনিবার থেকে দূরপাল্লার বাসসহ রাজধানী ঢাকারও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই কয়দিন নানা ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর