আজ শনিবার। ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ। ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১০:৪৩

আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশে ফাইভজি’ চালু করা হবে : সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশে ফাইভজি’ চালু করা হবে : সজীব ওয়াজেদ জয়।
নিউজ টি শেয়ার করুন..

দ্যাটাইমসঅফবিডি.কম: ঢাকা, বোধবার, ২৫ জুলাই ২০১৮ | ১০ শ্রাবণ ১৪২৫

সামনে নির্বাচন । আপনারা যদি পরবর্তীতে আওয়ামী লীগকে ভোট দেন। আমি অঙ্গিকার করছি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলেই দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভজি চালু’ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফাইভজির পরীক্ষামূলক সংযোগ চালুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে টু‌জি ইন্টারনেট চালু ক‌রে। এর প‌রের বার এসে থ্রি‌জি চালু ক‌রে। আর এবার ক্ষমতায় এ‌সে ফোর-‌জি চালু করে‌ছে। আগামীতে ক্ষমতায় এসে ফাইভ-‌জি চালু কর‌বে।’

পৃথিবীর অন্যসব দেশের তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের দাম কম জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে সারা বিশ্বে এগিয়ে আছে বাংলাদেশ। এজন্য আমি টেলিকম রেগুলেটরি অথোরিটির পাশাপাশি মোবাইল অপারেটরদের ধন্যবাদ দিতে চাই। তাদের মাধ্যমে ফোরজি নেটওয়ার্ক দেশের উপজেলা পর্যায় পৌঁছেছে। এসবই সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের যুগপোযোগী সিদ্ধান্তের কারণে।

সরকারের সহযোগিতায় মোবাইল অপারেটর রবিকে সঙ্গে নিয়ে এই ফাইভজি সামিটের আয়োজন করে চীনের টেলিকমিউনিকেশন এবং প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফাইভজির পরীক্ষা চালাতে হুয়াওয়েকে এক সপ্তাহের জন্য স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি।

পরীক্ষামূলকভাবে ফাইভজি চালু হলেও এখনই এর সেবা মিলবে না ভোক্তা পর্যায়ে। এই সংযোগ শুধু ফাইভজি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।

‌অন্য দেশের তুলনায় সব‌চে‌য়ে কম দা‌মে ইন্টার‌নেট বাংলা‌দেশ সরকারই দি‌চ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দশ বছর আগে দে‌শে ইন্টার‌নে‌টের দাম যা ছিল তার ৯৯ শতাংশ ক‌মে‌ছে।’

‌এসময় তি‌নি বাংলা‌দেশে টে‌লিযোগা‌যো‌গে কা‌নেক‌টি‌ভি‌টি যেভা‌বে সম্প্রসা‌রিত হয়েছে তা অন্য‌দে‌শের চে‌য়ে ভা‌লো। জয় বলেন, ‘আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। জাস্ট একটু পেছনে তাকিয়ে দেখেন আমরা কোথায় ছিলাম এখন কোথায় আছি। সম্প্রতি সময় আমি অনেক ট্রাভেল করি, অলটাইম অনলাইনে কানেক্ট থাকি। সব কাজ অনলাইনে করি। যদিও মাঝে মাঝে ফোরজি নেটওয়ার্ক ড্রপ হয়। কিন্তু সব মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সভাপতিত্বে এই সামিটে উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।

এর আগে তার ফেসবুক এ এক স্ট্যাটাসে লিখেন, থ্রিজির ফোরজির পথ ধরেই দেশে চালু হতে যাচ্ছে ফাইভ জি। দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল বুধবার এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার দুপুরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে এ তথ্য জানিয়েছেন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর