দ্যাটাইমসঅফবিডি.কম: আওয়ামী লীগ টানা ২য় বার ক্ষমতায় থাকা অবস্থায় যেসব উন্নয়ন কাজ করেছে তা বি.এন.পির চেয়ে অনেকগুন এগিয়ে। দলটির বিভিন্ন নেতাকর্মী ফলাও করে তা প্রচার করছেন জন সাধারনের কাছে।উন্নয়ন চিত্র তুলে ধরছে মানুষের কাছে যেন ,৩য় মেয়াদে ক্ষমতায় আসতে পারে। দলটির অনেক নেতা মনে করেন,এই সরকারের অভাবনীয় উন্নয়নে জনগণ তা ভোটের মাধ্যমে প্রমান করবে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় এনে ।বলে তারা মনে করেন।
উন্নয়নে আওয়ামীলীগ ও বি.এন.পির কিছু কন্ড চিত্র নিম্নরুপ:
বার্ষিক বাজেট :
বি,এন,পি ২০০৬ = ৬৯,৭৪০ কোটি টাকা
আওয়ামীলীগ ২০১৩ = ২,২২,৪৯১ কোটি টাকা
আওয়ামীলীগ ২০১৮ = ৪,৬৪,৫৭৩ কোটি টাকা
প্রবৃদ্ধি অর্জন :
বি,এন,পি ২০০৬ = ৫.৭% আওয়ামীলীগ ২০১৩ = ৬.৭% আওয়ামীলীগ ২০১৭ = ৭.২৮%
মাথাপিছু গড় আয় :
বি,এন,পি ২০০৬ = ৪২৭ মার্কিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ১০১০ মার্কিন ডলার আওয়ামীলীগ ২০১৭ = ১৭৫২
মার্কিন ডলার সাক্ষরতার হার :
বি,এন,পি ২০০৬ = ৫১.৯০% আওয়ামীলীগ ২০১৩ = ৬৫.০৪% আওয়ামীলীগ ২০১৭ = ৭২.৭৬%
দারিদ্র হার :
বি,এন,পি ২০০৬ = ৪১.৫১% আওয়ামীলীগ ২০১৩ = ২৯.০৩% আওয়ামীলীগ ২০১৭ = ২৪.৩০%
বৈদেশিক বিনিয়োগ :
বি,এন,পি ২০০৬ = ১৮৭ কোটি মার্কিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ৩৮২ কোটি মার্কিন ডলার। আওয়ামীলীগ ২০১৭ = ২১৫ কোটি মার্কিন ডলার।
শিশু মৃত্যুর হার :
বি,এন,পি ২০০৬ = ৬.১০% আওয়ামীলীগ ২০১৩ = ৩.৯৯% আওয়ামীলীগ ২০১৭ = ২.৯০%
মাতৃত্বকালীন ছুটি :
বি,এন,পি ২০০৬ = ৪ মাস। আওয়ামীলীগ ২০১৩ = ৬ মাস।
মাছ প্রজনন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা :
বি,এন,পি ২০০৬ = ৬,৫০০ মেট্রিক টন আওয়ামীলীগ ২০১৩ = ৫৬,০০০ মেট্রিক টন আওয়ামীলীগ ২০১৭ = ৬২,০০০ মেট্রিক টন সর্বোচ্চ
বিদ্যুত উৎপাদন ক্ষমতা :
বি,এন,পি ২০০৬ = ৩১০০ মেগাওয়াট আওয়ামীলীগ ২০১৩ = ৮৫২৫ মেগাওয়াট আওয়ামীলীগ ২০১৭ = ১৭,২০০ মেগাওয়াট দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী : বি,এন,পি ২০০৬ = ৪৭% আওয়ামীলীগ ২০১৭ = ৯০%
জ্বালানী গ্যাস/তেলের মুল্য বৃদ্ধি গড় :
বি,এন,পি ২০০৬ = ১৩৬% আওয়ামীলীগ ২০১৩ = ৩৮% আওয়ামীলীগ ২০১৭ = ২২.৭% দৈনিক গ্যাস উত্তোলন বি,এন,পি ২০০৬ = ১৫৩১ মিলিয়ন ঘনফুট আওয়ামীলীগ ২০১৩ = ২২৫০ মিলিয়ন ঘনফুট আওয়ামীলীগ ২০১৭ = ২৬০০ মিলিয়ন ঘনফুট
সমুদ্র সীমা জয় :
বি,এন,পি ২০০৬ = নিস্ক্রিয় আওয়ামীলীগ ২০১৩ = ১,১১,৬৩১ বর্গ কি: মি: রপ্তানি আয় : বি,এন,পি ২০০৬ = ১০.৩০ বিলিয়ন মা: ড: আওয়ামীলীগ ২০১৩ = ৩০.০৭
বিলিয়ন মার্কিন ডলার:
আওয়ামীলীগ ২০১৭ = ৩৬.৬৬ বিলিয়ন মা: ড: আমদানি : বি,এন,পি ২০০৬ = ১,৩৩,৬৫০ কোটি টাকা আওয়ামীলীগ ২০১৭ = ৪৩,৪৯,১০০ কোটি টাকা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ :
বি,এন,পি ২০০৬ = ৩.৮৮ বিলিয়ন মা: ডলার আওয়ামীলীগ ২০১৩ = ১৩.১১ বিলিয়ন মা: ডলার আওয়ামীলীগ ২০১৭ = ৩৩ বিলিয়ন মা:
ডলার রেমিটেন্স প্রবাহ :
বি,এন,পি ২০০৬ = ৬৪০ মিলিয়ন র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৩ = ১.৪২ বিলিয়ন র্মাকিন ডলার আওয়ামীলীগ ২০১৭ = ১৩ বিলিয়ন র্মাকিন ডলার
হাসপাতালের সংখ্যা :
বি,এন,পি ২০০৬ = ১৬৮৩ টি আওয়ামীলীগ ২০১৩ = ২৫০১ টি আওয়ামীলীগ ২০১৭ = ৩৭৫৭ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাস্থ্য সেবা : বি,এন,পি ২০০১ = বন্ধ করে দেয়া হয় আওয়ামীলীগ ২০০৯ = ১১ হাজার ক্লিনিক পুন:চালু আওয়ামীলীগ ২০১৭ = ১৩ হাজার ক্লিনিক
পবিত্র হজ্ব পালন :
বি,এন,পি ২০০৬ = ৪০ হাজার হাজী আওয়ামীলীগ ২০১৩ = ১ লক্ষ ১০ হাজার হাজী আওয়ামীলীগ ২০১৭ = ১ লক্ষ ৩০ হাজার হাজী
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা :
বি,এন,পি ২০০৬ = ৫৭ লক্ষ মাত্র আওয়ামীলীগ ২০১৩ = ৪ কোটি আওয়ামীলীগ ২০১৭ = ৬ কোটি ৭২ লক্ষ
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় অন্য সরকার সমুহের তুলনায় কয়েকগুন বেশী, তাই বার বার দরকার শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পেরেছেন ‘মঙ্গা’ শব্দ ভুলিয়ে দিতে । দারিদ্র্যমুক্ত দেশ গড়তে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে একমাত্র আওয়ামী লীগই পারবে। ২০৩০ সালে বাংলাদেশকে সমৃদ্ধশালী উন্নত বিশ্বের কাতারে দেখতে হলে আওয়ামীলীগের সরকার বার বার দরকার ।এমনটিই মনে করছে দলটির বিভিন্ন নেতাকর্মীরা।