অকাল প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৭তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে। দিনটি স্মরণে দিনভর কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীতে পালিত হয়েছে নানা কর্মসূচি। কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকীতে রুদ্র স্মৃতি সংসদ ছাড়াও মোংলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোংলা প্রেস ক্লাব, অন্তর বাজাও শিল্পীগোষ্ঠী, সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী, গণশিল্পী সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে বের হওয়া শোভাযাত্রা মিঠাখালী বাজার এলাকা প্রদক্ষিণ করে।
এরপর শোভাযাত্রা সহকারে গিয়ে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে রুদ্র স্মৃতি সংসদ চত্বরে অনুষ্ঠিত হয় কবির স্মরণ সভা। রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সহ-সভাপতি মো. নাজমুল হক।
দ্যাটাইমসঅফবিডি.কম/২২/০৬/১৮শ্রাবনি